উল্লু অ্যাপের মাধ্যমে আবারো সামনে আসলো ‘তিতলিয়ান’ (Titliyaan) ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের ট্রেলার। এই অ্যাপের মাধ্যমে দিন কয়েক আগে ‘Jaal’, ‘Tauba Tauba’ এর মতো হট সিরিজ দেখতে পাওয়া গিয়েছিলো।
(ads1)
উল্লু নির্মাতারা আবারও একবার দর্শকদের ঘাম ঝরাতে হাজির হয়েছে তিতলিয়ান সিরিজ নিয়ে। আজ সকালেই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সিরিজের দ্বিতীয় পর্বের ট্রেলার আপলোড করা হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন তানিয়া চ্যাটার্জী (Taniya Chatterjee)। তার সাথেই দেখা যাবে Vanya Singh Rajput, Suhana Khan -কে অভিনয় করতে।
উল্লু (Ullu) অ্যাপের সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই সিরিজ। দুটি এপিসোডের এই দ্বিতীয় পর্ব হিন্দি সহ আরও ৬টি ভাষায় আগামী ২৯ সে জুলাই রিলিজ হবে।
(ads2)
প্রথম থেকেই ট্রেলার দেখে হট সিনের কারণে হিট হয়ে উঠেছে এই সিরিজ দর্শকদের কাছে। তাই আর দেরি না করে সাবস্ক্রিপশন নিয়ে এখনই তৈরী থাকুন সবার প্রথমে এই সিরিজ উপভোগ করার জন্য। কিন্তু কোনো মতেই পরিবারের সামনে কিংবা ১৮ বছরের কম বয়সীরা দেখবেন না এই সিরিজ। এক সে এক হট ও খোলামেলা সিনে তানিয়া, সুহানার মতো নায়িকারা উড়াবে আপনাদের রাতের ঘুম তাই প্রস্তুত থাকুন।
গল্প অনুযায়ী প্রতীক নামের এক ব্যবসায়ী আছে। তার অফিসে সোফিয়া নামের নতুন সেক্রেটারি কাজে আসে। একসময় প্রতীক, সোফিয়া কে তার ও তার প্রেমিক জিমির যৌন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে। সে কারণে সোফিয়া খুবই ভেঙে পরে। তবে প্রতিকের স্ত্রী তানিয়া সেই সময় সোফিয়া কে নিজের বন্ধুর মতো সামলায়। সেদিন থেকেই দুজন দুজনের কাছাকাছি আসতে শুরু করে।
(ads1)
তৈরী হয় এক অন্য ধরণের সম্পর্ক। এবার দ্বিতীয় পর্বে সোফিয়া নিজের থেকেই তানিয়াকে প্রপোজ করে বিয়ের জন্য খোলা বিচের মধ্যে। তানিয়া হ্যাঁ বলে এই সম্পর্কে। কিন্তু সবাই কি জানতে পারবে তাদের এই সম্পর্কের কথা? সত্যি কি তানিয়া ও সোফিয়ার বিয়ে হবে? আপনারা অবশ্য জানতে পারবেন তিতলিয়ান সিরিজের দ্বিতীয় পর্বে।