বিগত কয়েক বছর ধরেই ওয়েব সিরিজ ব্যাপারটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। বিশেষত করোনা কালীর সময়ে যখন পেক্ষাগৃহ বন্ধ ছিল তখন বিনোদনের অন্যতম অংশ হয়ে উঠেছিল এই ওটিটি প্ল্যাটফর্ম ও তার ওয়েব সিরিজ গুলি। নেটফ্লিক্স, হটস্টার, হইচই ইত্যাদি প্লাটফর্মগুলি প্রায় প্রতিনিয়ত নতুন নতুন সিরিজ রিলিজ করে চলেছে তবে এরই পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠছে এডাল্ট ওয়েব সিরিজ। যার ফলে ভিড় বাড়ছে অ্যাডাল্ট ওটিটি প্ল্যাটফর্মের দিকে।
(ads1)
সম্প্রতি বিভিন্ন জনপ্রিয় সিরিজের মাঝে একটি পুরনো ওয়েব সিরিজ ফের ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে শিরোনামে থাকছে এই ওয়েব সিরিজটি, ২০১৯ সালের নভেম্বরে রিলিজ করা “ভার্জিন ভাস্কর” এখন চর্চায়। আর হবে নাই বা কেন এই সিরিজে ছিল কমেডি ও লাস্যময়ীতার পারফেক্ট কম্বিনেশন।
বারানসীর পটভূমিতে শুট করা ভার্জিন ভাস্কর হলো একটি ইরোটিক কমেডি ওয়েব সিরিজ যার কাহিনী আবর্তিত হয়েছে ভাস্করের জীবন নিয়ে। ছবির গল্প অনুযায়ী ভাস্কর হলেন একজন ইউপিএসসি পরীক্ষার্থী। কিন্তু তার পড়াশোনায় খুব একটা মন নেই বরং তার পছন্দের বিষয় হল কামোত্তজক উপন্যাস লেখা। তাই সে পড়াশোনা ছেড়ে দিয়ে কল্পনা প্রসূত দক্ষতা থেকেই তার কামোত্তজক যৌনতায় ভরা গল্প বুনেছেন।
(ads2)
গল্প যত এগোতে থাকে নতুন নতুন কাহিনী আসতে থাকে। দেখা যায় একটি মেয়ে বিধির প্রতি সে আকৃষ্ট। বিধিকে কি সে তার ভালো লাগার কথা বলতে পারবে? বললেও সে কি তার এইরকম কাজের কথা বলতে পারবে! এইরকম একটা কাজ কি মেনে নেবে বিধি? এই পুরো গল্পটি জানতে দেখতে হবে নয়া মোড়কে বাধা এই সিরিজটি। অনন্ত ভি যোশি অভিনীত এই সিরিজটি দেখতে চাইলে আজই ডাউনলোড করে ফেলুন ওলট বালাজি বা জি ফাইভ অ্যাপ।