কাজল আরেফিন অমি পরিচালিত এই সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির তৃতীয় এপিসোড শেষ হওয়ার পর দর্শকদের দাবির মুখে ফের চতুর্থ এপিসোড প্রচার হচ্ছে।
নাটকটির পাশা ভাই, শুভ, কাবিলা, হাবু ভাই ও শিমুল চরিত্রগুলো তরুণ প্রজন্মের দর্শকদের মাঝে যেন জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। তাই প্রতিটি পর্ব প্রচারে আসার পরই সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড গড়ছে।
তবে নাটকটি নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও থামাতে পারছে না এর দর্শকপ্রিয়তা। ব্যাচেলর পয়েন্ট সিজন চারে নিত্যনতুন ঘটনা দর্শকদের আকৃষ্ট করে রাখছে। এবারের একটি নতুন পর্বে দেখা যাবে হাবু, শিমুল ও পাশা ভাই ছুটি কাটাতে রিসোর্টে গেছেন। কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি স্থিরচিত্রে দেখা যায়, হাবু, শিমুল ও পাশা ভাই গোসলের পোশাকে বিছানায় বসে হাসছেন।
নেটিজেনরা মন্তব্য করছেন, অবশেষে শিমুলের রিসোর্টে যাওয়ার স্বপ্ন পূরণ হলো। কেননা আগের পর্বে এমনকি ব্যাচেলর কোরবানি নাটকেও শিমুল গরু বিক্রির লাভের টাকায় রিসোর্টে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল।
এই নাটকে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা, পারসা ইভানা, ফারিয়া শাহরিন, লামিয়া লাম প্রমুখ।
গত ১১ মার্চ থেকে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটির নতুন সিজন। এরপর রাত ৯টায় সেটা দেখা যাচ্ছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।