সম্প্রতি বলিউডের জনপ্রিয় আইটেম ড্যান্সার নোরা ফতেহির (Nora Fatehi) শাড়ি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। শাড়িতে তাঁকে ভালো লাগলেও বেশ অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
বর্তমানে ‘ড্যান্স দিওয়ানে জুনিয়রস’ (Dance Deewane Juniors) নামে এক নাচের রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় রয়েছেন নোরা। ইতিমধ্যে শোটি শেষের দিকে। গ্র্যান্ড ফিনালের শুটিং শুরু হয়ে গিয়েছে। এই ফিনালেতেই শাড়ি পরতে দেখা যাবে নোরাকে। ওয়েস্টার্ন ড্রেসের সাথে সাথে নোরাকে সাবেকি পোশাকেও বেশ ভালো লাগে। গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং রঙের ব্লাউজে নোরাকে অপূর্ব সুন্দরী লাগছিল শুটিংয়ের সময়। কিন্তু শুটিং চলাকালীন হটাৎ করে নোরার শাড়ির আঁচল সরে গিয়ে ক্লিভেজ দেখা যায় ক্যামেরার সামনে।
(ads1)
নোরার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে নেটিজেনদের একাংশের অশ্লীল কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এই ছবি ঘিরে বিতর্কও শুরু হয়ে গিয়েছে। অনেকের মতে শুধুমাত্র প্রোমোশনের জন্য এই ঘটনা বানানো হয়েছে। শুধুমাত্র নোরা নয় সাথে কনম্যান সুকেশ চন্দ্রশেখরও (Sukesh Chandrashekhar) বিতর্কের সম্মুখীন হয়েছেন।
ড্যান্স দিওয়ানের ফাইনালে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং বাণী কাপুর (Vaani Kapoor)। আসন্ন সিনেমা সামসেরার (Shamshera) প্রমোশনের জন্য আসবেন এই দুই সেলিব্রিটি।
নিজের নাচের দক্ষতার কারণে বর্তমানে এই শোতে বিচারকের আসনে রয়েছেন নোরা। বিখ্যাত কোরিওগ্রাফার মারজি পেস্টনজি (Marzi Pestonji) এবং নীতু সিংয়ের (Neetu Singh) সাথে একসাথে বিচারের দায়িত্বে রয়েছেন তিনি। সংসারের চাপে একসময় বেলিড্যান্সকে নিজের পেশা হিসেবে নিয়েছিলেন নোরা।
(ads2)
বর্তমানে এই বেলিড্যান্সের কারণেই জগৎজোড়া খ্যাতি তাঁর। ‘সত্যমেব জয়তে’ (Satyameva Jayate) সিনেমার দিলবার (Dilbar) গানে নাচ করে প্রথম খ্যাতির লাইমলাইটে আসেন তিনি। তারপরে একের পর এক সিনেমায় আইটেম নাম্বারে নাচ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। শুধুমাত্র সিনেমাতে নয় বেশ কিছু মিউজিক ভিডিওতেও তিনি নাচ করেছেন।