গত বছর শেষের দিকে মুক্তি পায় ‘পুষ্পা: দ্যা রেইজ’। আল্লু অর্জুন এবং রেসমিকা মান্দনা অভিনীত এই ছবিটি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ছবিতে আমরা আল্লু অর্জুন কে পুষ্পা চরিত্রে এবং রেস্মিকা মান্দানা কে আমরা শ্রীবল্লীর চরিত্রে অভিনয় করতে দেখতে পায়। এই চরিত্রে অভিনয় করার পর রেশমিকা মন্দানার জনপ্রিয়তা আরো বেড়ে যায়। বর্তমানে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।
তবে এবার দুঃসংবাদ রয়েছে শ্রীবল্লির অনুগামীদের জন্য যা শুনে হয়তো মন ভেঙে যাবে তার অনুগামীদের। সম্প্রতি জানা যায় পরিচালক সুকুমার পরিচালিত পুষ্পা ২ এ খুব কম দেখা যাবে অভিনেত্রী রেশমিকা কে। বলতে গেলে পুরো ছবিতে দেখাই মিলবে না তার , এবং আরো জানা যায় যে ছবির শেষে মারা যাবে ছবির নায়িকা শ্রীবল্লি। ছবির পরিচালক সুকুমার এর কারণ হিসেবে জানান এই ঘটনায় নাকি মোড় ঘুরিয়ে দেবে পুরো সিনেমার।পরিচালক আরো জানান যে ‘পুষ্পা-৩ ‘ বানানোর কোনো পরিকল্পনা নেই তার, আর সেই কারণেই নাকি শ্রীবল্লি চরিত্র কমিয়ে দিয়েছেন তিনি। আর এই খবর মোটেই আনন্দের নয় দর্শকদের কাছে।
খবরটি প্রচার হওয়ার পর থেকেই নেটিজেন দের একাংশের মন খারাপ হয়ে যায়। তবে ভক্তদের আশ্বাস দিয়ে পরিচালক জানায় যে ‘পুষ্পা’ ২ এ আসতে চলেছে বড়োসড়ো ধামাকা, আর সেই আশাতেই উত্তেজিত হয়ে রয়েছে আল্লু অর্জুন এবং রেশমিকা মান্দানার অনুগামীরা। তবে দুঃখের পাশাপাশি রয়েছে একটি সুখবর। খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখতে চলেছে দক্ষিণী অভিনেত্রী রশমিকা মান্দন্না। সান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা বিপরীত চরিত্রে অভিনয় করবেন রেশমিকা। এছাড়াও রানবির কাপুরের বিপরীতে ‘পশু’ নামক ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। ভারুন ধাওয়ান এর সাথে ও অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। খুব শীঘ্রই ‘ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে দেখা যাবে দক্ষিণের এই নামকরা অভিনেত্রীকে। তাই অভিনেত্রীর অনুগামীরা উত্তেজিত হয়ে আছে তাকে হিন্দি সিনেমার পর্দায় দেখার জন্য।