বলিউডে ইদানিং প্রায়ই শোনা যাচ্ছে, নায়ক-গায়করা প্রাণনাশের হুমকি পাচ্ছেন অন্ধকার জগতের কাছ থেকে।
কিন্তু নায়িকাদের ক্ষেত্রে প্রাণনাশের হুমকি অন্ধকার জগত নয়, দেয় সমাজের কিছু নীতিবাগীশ যারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখে ধর্মের আড়ালে সমাজ সংস্কারক হিসাবে। টলিউডের একঝাঁক নায়িকা পেয়েছেন প্রাণনাশের হুমকি।
তাঁদের মধ্যে প্রথমেই আসে জয়া এহসান (Jaya Ahsan)-এর নাম। আদতে বাংলাদেশী অভিনেত্রী জয়া কোনো সাহসী ছবি শেয়ার করলে বা ধর্ম নিরপেক্ষ মনোভাব নিয়ে হিন্দুদের উৎসবে মাতলে তাঁকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেতে হয়েছে মৌলবাদীদের কাছ থেকে।
জয়ার ইন্সটাগ্রাম পোস্টের কমেন্ট বক্স লক্ষ্য করলে দেখা যাবে, তাঁর অতীত জীবন নিয়েও কটুক্তি করা হয়। এমনকি পরীমণি (Pori moni) বিতর্কে তাঁকে সমর্থন জানানোর কারণেও জয়াকে হুমকি দেওয়া হয়েছিল।