স্বস্তিকা মুখার্জী কে চেনেন না এমন মানুষ খুবই কম প্রায় নেই বললেই চলে। ছোট থেকে বড় সবার কাছে পরিচিত এই নাম। বাংলা অভিনয় জগতের খ্যাতনামা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। টলিউডের পাশাপাশি বলিউডেও অভিনয় করতে দেখা যায় এই বাঙালি অভিনেত্রী কে। তার প্রথম বাংলা ছবি “মস্তান”। দু’বছর আগেও হিন্দি ছবি “দিল বেচারা” ছবিটিতে মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় স্বস্তিকা কে। এখনো পর্যন্ত তিনি একের পর এক ধামাকা দার ওয়েব সিরিজ করে চলেছেন।
তবে প্রায়শই তিনি লাইমলাইটে থেকে থাকেন তার ওয়েব সিরিজের জন্য। বহুবার ট্রোলের মুখে পড়তে হয়েছে স্বস্তিকাকে। কিন্তু বারংবার তিনি সাহসের সাথে রুখে দাঁড়িয়েছেন। বর্তমানে তার বয়স ৪১ হলেও এখনো উপচে পড়ছে তার যৌবন। প্রতিবারই তার শরীরের প্রাইভেট পার্ট কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন অনেকেই , কিন্তু ভেঙে পড়েননি তিনি সাহসের সাথে যোগ্য জবাব দিয়েছেন প্রতিটি কুরুচিকর মন্তব্যের। ঠিক এরকমই আবারো কুরুচিকর মন্তব্যের যোগ্য জবাব দিয়ে লাইম লাইটে রয়েছেন তিনি।
খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত টলিউডের নতুন ছবি “শ্রীমতি”। ছবিটিতে দেখা যায় স্বামীর মন পাওয়ার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ছবির মুখ্য চরিত্র। এই থিম এর উপরই একটা মজার গান তিনি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়া একাউন্টে। যেখানে একজন কুরুচিকর মন্তব্য করেছেন স্বস্তিকার বক্ষ যুগল কে নিয়ে। সে কুরুচিকর মন্তব্যের যোগ্য জবাব দিতে দেখা যায় স্বস্তিকা মুখার্জী কে।
তিনি তার টুইটার অ্যাকাউন্টে লেখেন ” আমার ছবির একটি মজার গান, তার কমেন্ট সেকশনে একটি অসভ্য লোক নোংরামি করে চলেছে, এবং তার প্রোফাইল লক। অনেক কথায় দেখছি বারবার লিখছে “ডুডু” । আমি যতদূর শুনেছি মেয়েদের বক্ষ কে অনেকে ইয়ার্কি মেরে বলে ” দুদু “যা এসছে “দুধ” শব্দ থেকে কারণ শিশুদের জন্য আমাদের বুকে দুধের চেয়ে বেশি পুষ্টিকর খাদ্য এখনো কোনো সাইন্টিস্ট বর করতে পারেনি। হ্যাঁ সবাই জানে মেয়েদের বুক একটি সেক্সুয়াল অবজেক্ট, সেটিকে নিয়ে আলাদা চর্চার দরকার নেই, কিন্তু তাই বলে সব সময় অবজেক্তিফাইড হয়েই যাবে??? আর নোংরামি করতেও একটু শিক্ষা লাগে। দুদ কে ডুডু বলে না কাকু।