ভুবন বাদ্যকরের বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোনো প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে!
তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হয়েছেন রানু মন্ডল, ভুবন বাদ্যকর।
ভুবন বাদ্যকর কে যে মিউজিক কোম্পানি প্রথম স্টুডিওতে তুলে আনে সেই মিউজিক কোম্পানিতে এবা্য স্থান পেতে চলেছে মিলন কুমার।
এবার রানু মন্ডল, ভুবন বাদ্যকরের পর এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো পূর্ব বর্ধমানের একটি ছেলে মিলন কুমার।
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের বাসিন্দা এই মিলন কুমার।
মিলন কুমারের জন্ম হয়েছে এক দরিদ্র পরিবারে। তাই ছোট থেকেই তাকে যুদ্ধ করতে হয় আর্থিক অনটনের সঙ্গে। খুব ছোট থেকেই তাঁর ছিল সংগীতের প্রতি অগাধ টান।
কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় গান শেখার ইচ্ছাটা তার অপূর্ণ রয়ে যায়। তবে সেই অপূর্ণ ইচ্ছাকে কিছুটা বাস্তবায়িত করার জন্য তিনি ছোট থেকে তার বাবার কাছে গান শিখেছিলেন।
আর আজ সেই গানের দৌলতে তিনি সেলিব্রিটি হতে চলেছেন। এই মিলন কুমার নিজের গলায় কুমার শানু, প্রয়াত শিল্পী কেকের গান সুন্দরভাবে ফুটিয়ে তোলেন।
মিলন কুমার বসবাস করেন একটি ত্রিপল ও বাঁশ দিয়ে ঘেরা কুঁড়েঘরে। বাড়িতে রয়েছে দুই সন্তান, স্ত্রী, বোন এবং অসুস্থ বাবা-মা।
খিদের জ্বালা মেটানোর জন্য তাই মিলন কুমার যান বর্ধমান কাটোয়া লোকাল ট্রেনে এবং সেখানে যাত্রীদের গান শোনান। মিলনের গান শুনে যাত্রীরা খুশি হয়ে যেটুকু অর্থ দেন তা দিয়েই তার সংসার চলে।
তবে এই মিলন কুমার ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় তিনি ডাক পাচ্ছেন শো করার জন্য। মিলন কুমার মিউজিক স্টুডিও তে পা রাখলেন গোধূলি বেলা মিউজিক এর হাত ধরে।
ভুবন বাদ্যকরের মতোই মিলন কুমারকেও গান গাওয়ার জন্য প্ল্যাটফর্ম বানিয়ে দেয় এই মিউজিক কোম্পানি।
শোনা যাচ্ছে আগামী সপ্তাহে মিলন কুমারের মিউজিক ভিডিও লঞ্চ হতে চলেছে।পর এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো পূর্ব বর্ধমানের একটি ছেলে মিলন কুমার