চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো সারোগেসি। এই পদ্ধতিতে উপায় না থাকলেও ইচ্ছে হলেই বাবা অথবা মা হওয়া যায়। বেশ কয়েকজন বলিউড অভিনেতা অভিনেত্রী তাদের নিজেদের শখ পূরণ করেছেন সারোগেসির মাধ্যমে। তেমনি কয়েকজনের কথা জেনে নিন।
শিল্পা শেট্টি: অভিনেত্রী শিল্পা শেঠি ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রা কে বিয়ে করেন। তাদের প্রথম সন্তান ভিভান। তবে এরপর বেশ কয়েকবার মা হতে চেয়েছিলেন শিল্পা ।কিন্তু প্রতিবার মিসক্যারেজ হয়ে যায়। 2018 সালে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন শিল্পা শেঠি। ছেলে এবং মেয়ে কে একসঙ্গে মায়ের সঙ্গে বহুবার দেখা গেছে।
প্রীতি জিন্টা: সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী ডিম্পল গার্ল প্রীতি জিন্টা। অভিনয় থেকে বেশ কিছুটা সময়ের জন্য অব্যাহত নিয়ে ব্যবসায়ী জেন গুডএনাফ কে ২০১৬ সালে বিয়ে করেছিলেন, অভিনেত্রী। এবার জমজ কন্যা সন্তানের মা হলেন প্রীতি। সোশ্যাল মিডিয়ায় এই আনন্দের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
একতা কাপুর: বালাজি মোশন পিকচার্স এর কর্ণধার জিতেন্দ্র কন্যা একতা কাপুর। একাধিক হিট সিনেমা ও ধারাবাহিক পরিচালনা করেন তিনি। একতার একটি কন্যা সন্তান। যদিও বিয়ে করেননি তিনি। সারোগেসি পদ্ধতিতে মেয়েকে পান একতা। এখন তাকে নিয়ে সুখেই সময় কাটছে।
করণ জোহর: অভিনেতা পরিচালক করন জোহর বিয়ে করেননি। তিনিও সারোগেসির মাধ্যমেই পিতৃত্ব লাভ করেছেন। একটি কন্যা ও একটি পুত্রসন্তান করণের নয়নের মনি। তিনি জানান তার মা এবং করণ দুজনে মিলে রুহি ও যশ কে মানুষ করছেন। বাবার সঙ্গে প্রায়শই একসাথে বিভিন্ন পার্টিতে দেখা যায় তাদের।
তুষার কাপুর: একতা কাপুরের ভাই তথা জিতেন্দ্র পুত্র তুষার কাপুর। তুষার নিজেও বিয়ে করেননি। দিদির মত তিনিও সারোগেসির পথে হেঁটেছেন। তার একটি পুত্রসন্তান নাম লক্ষ্য। একটি ভিডিওতে লক্ষ্য কে কাঁধে নিয়ে ঠাকুরের আরাধনা করতে দেখা গেছে বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র কে। এই ভিডিও মন ছুঁয়েছে নেটিজেনের।
শাহরুখ খান: বলি বাদশা শাহরুখ খান ও তার সহধর্মিণী গৌরীর দুই সন্তান আরিয়ান এবং সুহানা। তৃতীয়বার ফের মা হতে চেয়েছিলেন গৌরী। কিন্তু চিকিৎসাগত কিছু ত্রুটি থাকায় সারোগেসির সাহায্য নিতে হয় দম্পতিকে। তাদের তৃতীয় সন্তান আব্রাম।