হুবহু অরিজিত সিংয়ের ভঙ্গিতে গান গেয়ে ভাইরাল যুবক, রইল ভিডিও
গান শুনতে কে না ভালবাসে। গান সচরাচর সবারই প্রিয় তারমধ্যে যদি সেটা অরিজিত সিং-এর গাওয়া হয় তবে তো বলতেই হবে না। গান হল এমন এক অসাধারণ প্রতিভা যার মধ্যে দিয়ে একেবারে মানুষের হৃদয়ের ভিতর প্রবেশ করা যায়।
আর অরিজিৎ সিং এর গান তো মানুষের হৃদয়ে ভাবনা কে প্রকাশ করে। বর্তমানে অরিজিৎ সিং এর গানের প্রেমে পড়েনি এমন মানুষ নেই বললেই চলে। গোটা বিশ্ব এখন অরিজিতের ফ্যান। বর্তমান যুগে বহু নতুন সিঙ্গার অনুপ্রাণিত হয়েছে অরিজিৎ সিং কে দেখে।
এখন বলতে গেলে প্রায় সবাই হতে চায় অরিজিৎ সিং এর মত। এই জেনারেশনের সমস্ত নতুন সিঙ্গার গুরু বা নিজের জীবনের
আর ঠিক অরিজিত সিং এর মতই দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে বহু প্রতিভাবান শিল্পী। এদের মধ্যে কেউ কেউ নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে আবার কিছু প্রতিভা আর্থিক অভাবে চাপা পড়ে থাকে সমগ্র বিশ্বের আনাচে-কানাচে।
তবে এখনকার যুগ পাল্টেছে। বিভিন্ন প্রান্তে সুপ্ত হয়ে যাওয়া প্রতিভা ও এখন নিজের প্রতিভাকে নেট মাধ্যমে তুলে ধরতে পারছে দেশের জনগণের কাছে। এখন সোশ্যাল মিডিয়ায় অনেক এমন শিল্পীকে দেখা যায় যারা তাদের গানের মাধ্যমে বহু মানুষের মন জয় করে নেয়।
এবং ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ঠিক এরকমই এক প্রতিভাবান শিল্পী অরিজিৎ সিং এর কন্ঠে গাওয়া “কেন পিছু ডাকো পিছু ;ডাকো আমারে তুমি”গান গেয়ে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
অরিজিৎ সিং এর মত গান গাও সহজ নয়। অরিজিৎ সিং যে স্কেলে গান করে সেই স্কেলে গান করা খুবই কঠিন। প্রায় অরিজিতের সমস্ত ভক্তের মুখেই শোনা যায় গোটা বাংলায় কেন গোটা ভারতে, গোটা বিশ্বে কোথাও দেখা মিলবে না দ্বিতীয় অরিজিতের। তবে না!
অরিজিতের কণ্ঠস্বরকে হুবহু নকল করে তারই ভঙ্গিতে গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছে পশ্চিম মেদিনীপুরের এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তার ভিডিও। নেটদুনিয়ায় বইছে প্রশংসার ঝড়।
পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের অন্তর্গত বহুলাসিনি গ্রামের যুবক আকাশ কুমার দাস। পেশায় তিনি উপডাকঘর এর পোস্ট মাস্টার। তবে চাকরী পাশাপাশি ছোট থেকেই চর্চা করতেন গানের। এবং অরিজিৎ কে তার আইডিয়াল হিসেবে মানতেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ” গুরুদেব অরিজিত সিং এর গানটি শোনার পর শিহরিত হলাম, কত সাবলীলভাবে গান গাইলেন …তাই আমিও একটু চেষ্টা করলাম”।
এবং ভিডিওটিতে দেখা যায় যুবকটি সাদাকালো ফ্রেমে গান গাইছেন। কিছুদিন আগে সর্বভারতীয় মঞ্চে বাংলা গান সকলের মন ছুয়ে নিয়েছিল অরিজিত সিং। শিহরণ জাগিয়ে ছিল শ্রোতাদের বুকে। আর অরিজিত সিং-এর গাওয়া সেই গানটি গেয়ে আবারো অরিজিৎ সিং এর মতনই সকলের মন জয় করে নিয়েছেন আকাশ নামক এই যুবক।
নেটিজেনরা আকাশের কন্ঠে খুঁজে পেয়েছেন দ্বিতীয় অরিজিত সিং কে এবং এরপর থেকেই আকাশের খ্যাতি বেড়েই চলেছে। এখন আকাশ নামক ওই যুবকএর একটাই স্বপ্ন অরিজিৎ সিংয়ের সাথে একবার দেখা করা এবং তার পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করা।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন