বয়স পৌঁছেছে ষাটের দৌড় গোরায়। কিন্তু এখনো নিজেকে যুবক বলেই মনে করেন সালমান খান। বলিউড ভাইজান ষাটোর্ধ বয়সেও অ্যাকশন ঘরানার ছবিতে নাম লেখাচ্ছেন, চুটিয়ে প্রেম করছেন, এমনকি নিজের থেকে অনেক কম বয়সী অভিনেত্রীকে নিজের নায়িকাও করেন।
কিন্তু সারা আলি খানের মুখে কাকু ডাক শুনে রেগে আগুন ভাইজান। এমনকি অভিনেত্রীকে হুমকি দিয়ে বলেন যে তার ছবি বন্ধ করে দেবেন।
এই ঘটনাটি দেখা যাচ্ছে এক ভিডিও ক্লিপে।আইফা অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠানের মঞ্চে। ২ থেকে ৪ ঠা জুন পর্যন্ত আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছে আইফা অ্যাওয়ার্ডস।
আগামী রবিবার টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠানটিকে দেখা যাবে। এই অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা যাবে সলমন, রিতেশ দেশমুখ এবং মনীশ পলকে।
এই অনুষ্ঠানের প্রথম ঝলকে সালমান খান আর শরীফ কন্যা সারা আলি খান কে দেখা যাবে। সঞ্চালনা করতে গিয়ে কথার মাঝে সারা আলি খান সালমান খানকে কাকু বলে বসেন। কাকু ডাকটি শুনেই সালমান খানের মাথা তো গরম।
ঠাণ্ডা গলায় হুমকিই দিয়ে দিলেন সারাকে, তাঁর ছবি তো এবার গেল! সারা আলি খান ও ছাড়বার পাত্র নয়। তিনি উত্তর দিলেন “আপনিই তো আমাকে কাকু বলতে বললেন।”
অসমবয়সী এই জুটির মজার কথোপকথন শুনে হেসে উঠেছে গোটা দর্শকমহল। এরপরে এই জুটিকে ‘জুড়ওয়া’র ‘চলতি হ্যায় কেয়া নও সে বারা’ গানে নাচতে দেখা যায়।
আরো যেসব অভিনেতা অভিনেত্রীরা নাচ করে এই শো-এর মঞ্চ মাতালেন তাদের মধ্যে রয়েছেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে, নোরা ফতেহি, সারা আলি খান, নেহা কক্কর, হানি সিং, গুরু রানধাবারা।