বিষয়: প্রতিদিন যৌন মিলন করা যাবে কিনা?, প্রতিদিন করলে শারীরিক কোন ক্ষতি হয় কি?,প্রতিদিন সহবাস করলেকি ক্ষতি হয় নাকি কোন লাভ আছে,অতিরিক্ত S-e-x সহবাসের ফলে দেহের যে ৩ টি ক্ষতি হয়
প্রতিদিন যৌন মিলন করলে শারীরিক কোন ক্ষতি হয় কি? স্বামি-স্ত্রী বিশেষ করে নব দম্পতিদের মন হচ্ছে পাখির মতো। তাঁরা সুযোগ পেলেই মিলিত হতে চায়। যার ফলে একই দিনে বেশ কয়েকবার তাদের মিলন ঘটে। পরে এটা আর থাকে না।
কেননা অধিক সহবাসের ফলে সহবাসের মজা কমে যায়। স্বামী স্ত্রীর স্বাস্থ্য ভালো থাকলে এবং সহবাসের নিময় মেনে অধিক সহবাস করলেও কোন ক্ষতি হয় না। স্বামী স্ত্রী যদি স্বাস্থ্যগত ভাবে দুর্বল হয় তাহলে সহবাস কমিয়ে করলে ভালো হয়। প্রতিদিন সহবাস না করে বরং প্রতিসপ্তাহে ৩-৪ দিন সহবাস করলে স্বাস্থ্যের কোন ক্ষতির আশঙ্কা থাকে না।
আর সহবাসের পর কিছু খাদ্য গ্রহণ করলে ভালো হয়। তাতে পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যাবে। তাতে সহবাসের স্থায়িত্ব অটুট থাকবে। সহবাসের ক্লান্তি ভাব দূর হবে। আর সহবাস করার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান আগ্রহী হতে হবে। স্বামীর সহবাস করার চাহিদা আছে কিন্তু স্ত্রীর কোন চাহিদা নেই।
এরকম পরিস্থিতিতে স্বামীর উচিত স্ত্রীর মন-মানসিক অবস্থা বুঝে তাঁর কাছে সহবাসের প্রস্তাব করা। আমাদের সমাজে এটা সত্য যে বেশির ভাগ স্বামী নিজের কাম চরিতার্থ করার দিকে বেশি নজর রাখে। স্ত্রীর ইচ্ছা বা অনিচ্ছাকে কোন গুরুত্ব দেয় না।
- Find out all the harms of extramarital affairs, what is the harm of having more intercourse
- প্রতিদিন যৌ*ন মিলন করা যাবে কিনা?, প্রতিদিন করলে শারীরিক কোন ক্ষতি হয় কি?,প্রতিদিন সহ*বাস করলেকি ক্ষতি হয় নাকি কোন লাভ আছে,অতিরিক্ত S-e-x সহবাসের ফলে দেহের যে ৩ টি ক্ষতি হয়
সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কাটাতে চাইছেন ভালোবাসার একান্ত সময় কাটাতে চাইছেন? এগিয়ে যান। কারণ নিয়মিত যৌন মিলন বা সহবাস মানসিক শান্তির সঙ্গেই আপনার ক্লান্তি কাটিয়ে দেবে, ক্যালরি কমাবে, আরামের ঘুমও উপহার দেবে। এক কথায় শরীরকে করে তুলবে সুস্থ, ঝরঝরে।
নিয়মিত সহবাসের ১০টি উপকারিতা-
১) সপ্তাহে দু`দিন যৌন মিলন পুরুষদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বহুলাংশে কমিয়ে দেয়।
২) যৌন মিলন ব্যাথা উপশমে অব্যর্থ। যৌন মিলনের সময় অর্গাসমের ফলে অক্সিটোসিন হরমোন ক্ষরণের মাত্রা পাঁচ গুণ বৃদ্ধি পায়। এর সঙ্গেই শরীর এন্ডোরফিন সক্ষরণ করে যা ব্যাথা কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
৩) নিয়মিত যৌনমিলন শরীরে IgA অ্যান্টিবডির সংখ্যা বাড়িয়ে তোলে। যা রোগ প্রতিরোধে অপরিহার্য্য।
৪) সহবাস ক্লান্তি দূর করে। মানসিক শান্তি তৈরি করে।
৫) যৌনমিলনের পরবর্তী ঘুম আরাম ও শান্তির হয়। যা সার্বিক ভাবে শারীরিক সুস্থতা বৃদ্ধি করে।
৬) প্রত্যেকবার যৌনমিলনের ফলে অন্তত পক্ষে ৮০ ক্যালরি করে ক্ষয় হয়। ফলে ওজন ঝরানোর জন্য মোক্ষম পদ্ধতি সহবাস।
৭) যৌনমিলন চলাকালীন ডিহাইড্রোএপিএন্ড্রোস্টেরন নামের একটি হরমোন ক্ষরিত হয়। এই হরমোন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন কোষ-কলাকে মেরামত করে। ফলে আয়ু বৃদ্ধি পায়।
৮) সহবাসের সময় হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়। ফলে শরীরের বিভিন্ন অঙ্গে ও কোষে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায়।
৯) সহবাস চলাকালীন অতিরিক্ত টেস্টোস্টেরনের ফলে যৌনমিলন তৃপ্তি দায়ক হয় এটা সবারই জানা। কিন্তু অনেকেরই জানা নেই টেস্টোটেরন একই সঙ্গে হাড় মজবুত করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হার্টের সুস্থতা বজায় রাখে। মহিলাদের ক্ষেত্রে এই সময় অতিরিক্ত ইস্ট্রোজেন ক্ষরণ হার্টের সুস্থতা বজায় রাখে, এবং গন্ধ নিয়ন্ত্রণ করে।
১০) সপ্তাহে অন্তত তিনবার যৌন মিলন বাহ্যিক ভাবে আপনার বয়স দশ বছর কমিয়ে দিতে পারে। সহবাসের সময় শরীরে অক্সিটোসিন, এন্ডোরফিন জাতীয় মলিকিউলস ক্ষরণ বৃদ্ধি পায়। ক্ষতি গ্রস্থ ত্বক কোষ গুলিকে মেরামত করতে পারে এই মলিকিউলস গুলি। এছাড়া এই সময় যৌন মিলন চলাকালীন যে গ্রোথ হরমোন ক্ষরিত হয় তা চামড়ার কুঞ্চন প্রতিরোধ করে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ত্বক চকচকে করে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@healthcitylife.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ও
-
Find out all the harms of extramarital affairs, what is the harm of having more intercourse
-
প্রতিদিন যৌ*ন মিলন করা যাবে কিনা?, প্রতিদিন করলে শারীরিক কোন ক্ষতি হয় কি?,প্রতিদিন সহ*বাস করলেকি ক্ষতি হয় নাকি কোন লাভ আছে,অতিরিক্ত S-e-x সহবাসের ফলে দেহের যে ৩ টি ক্ষতি হয়
-
Foreplay Moves To Get It All Started,21 Foreplay Ideas & Tips You’ll Be Dying to Try,7 hottest foreplay moves that will definitely blow her mind!,20 Best Foreplay Tips and Ideas For Better Se*x Tonight
-
It is not right to consume more than 240 ml of milk daily, The dangerous sign that you are drinking too much milk,It is now not proper to eat extra than 240 ml of milk daily, The risky signal that you are consuming too plenty milk
-
flucort eye drops,Fluorometholone Ophthalmic (Eye),flucort eye drops uses side effects,flucort plus eye drops uses in BD,Flucort Eye Drops Uses Dosage Side Effects
-
চোখ ব্যথায় ফ্লুকোর্ট চোখের ড্রপস,চোখের চুলকানি ফ্লুকোর্ট চোখের ড্রপস,চোখ জ্বালা পোড়া করে কেন
The post প্রতিদিন যৌ*ন মিলন করা যাবে কিনা?, প্রতিদিন করলে শারীরিক কোন ক্ষতি হয় কি?,প্রতিদিন সহ*বাস করলেকি ক্ষতি হয় নাকি কোন লাভ আছে,অতিরিক্ত S-e-x সহবাসের ফলে দেহের যে ৩ টি ক্ষতি হয় appeared first on Health City Life.
#প্রতিদিন যৌ*ন মিলন করা যাবে কিনা?, প্রতিদিন করলে শারীরিক কোন ক্ষতি হয় কি?,প্রতিদিন সহ*বাস করলেকি ক্ষতি হয় নাকি কোন লাভ আছে,অতিরিক্ত S-e-x সহবাসের ফলে দেহের যে ৩ টি ক্ষতি হয় ।। newsinfobd.com
All Content Of Bangla News Express