বলিউড পাড়ায় নায়ক নায়িকার প্রেমের গুঞ্জন যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যাদের ক্যামেস্ট্রি পর্দায় যত ভালো তাদের নিয়ে কথা তত বেশি হয়। ‘শেরশাহ’ সিনেমা দিয়ে স্পটলাইটে এসেছিলেন বলিউড তারকা জুটি সিদ্বার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এই সিনেমার পর থেকেই এই দুই তারকাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। সেই গুঞ্জন এখন পর্যন্ত রয়েছে।
এরই মধ্যে মুক্তি পেয়েছে কিয়ারার আরও একটি নতুন সিনেমার ট্রেলার। রাজ মেহতা পরিচালিত ‘জুগ জুগ জিয়ো’ সিনেমাতে এই অভিনেত্রীর সঙ্গে রয়েছে রয়েছেন- বরুণ ধাওয়ান, অনিল কাপুর আর নীতু সিং। সেই অনুষ্ঠানে নতুন করে উঠে এসেছে কিয়ারার বিয়ের প্রসঙ্গ।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানেই অভিনেত্রীকে বিয়ের পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন এক সাংবাদিক। সরাসরি প্রশ্নের উত্তর না দিলেও প্রশ্নটি কিন্তু এড়িয়ে যাননি কিয়ারা। তিনি বলেছেন, বিয়ে না হলেও কাজ করছেন, রোজগার করছেন এটাইতেই তিনি খুশি।
সম্প্রতি মুক্তি পেয়েছেন ভুল ভুলাইয়া-২। এখন পর্যন্ত এটির বক্স অফিস কালেকশান দূর্দান্ত। আরও বেশ কিছু সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘শেরশাহ’ মুক্তির পর থেকেই কিয়ারা আর সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে জল্পনা। দুজনকে একসঙ্গে দেখা গেছে বহুবার। তারা ডেট করছে বলেও শোনা গেছে। কিন্তু দুজনেই এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।