জিরো ফিগার নায়িকা আনছে জাজ। একেক সময় একেক রকম কথাবার্তা বলা জাজ মাল্টিমিডিয়ার কথা যদিও এখন আর বিশ্বাসযোগ্য নয়- অন্তত নেটিজেনরা ফেসবুক পেইজের মন্তব্যে তা-ই বলছেন।
তবে জাজ মাল্টিমিডিয়া এসব কথায় কর্ণপাত করছে না। তারা মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় নির্মাণ করতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসে, অথচ এই গল্পটি ঢাকা ও চট্টগ্রামের। যা-ই হোক, এসব কথা পরে- এই মুহূর্তের কথা হলো- প্রযোজনাপ্রতিষ্ঠানটি এবার নতুন জিরো ফিগারের নায়িকা আনছে।
ফেসবুক পেইজে বলছে, আমরা কি 'জিরো ফিগার' বা 'সুন্দর ফিগার-এর জন্য সব সময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠিদের দেখে যাব? ঢালিউডে কি কেউ আসবে না? আমাদের সিনিয়ররা এখনো বলে, বাংলাদেশের দর্শক 'জিরো ফিগার' পছন্দ করে না। কিন্তু জাজ তা বিশ্বাস করেন না। পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক এবং রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সঙ্গে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। সে কথা মাথায় রেখে জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকাদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সঙ্গে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়।
জাজের বড় বড় কথার কোনো কমতি নেই। তারা ফেসবুকে বলছে, হয়তো, এত দিন লম্বা এবং জিরো ফিগার উপহার দিতে পারিনি। কিন্তু এই প্রথম জাজ 'জিরো ফিগার'-এর একজন সুন্দরী নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসবে। নাম 'আরিয়ানা'। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। আরিয়ানার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে তিনি দারুণ পারদর্শী।
যেভাবে আরিয়ানার কথা জাজ ঘোষণা করছে, তাতে করে মনে হচ্ছে, আরেকটি আমেরিকা আবিষ্কার হতে যাচ্ছে। কেননা এই আরিয়ানাকে কয়েক বছর আগে চিত্রনায়ক নিরবের সঙ্গে একটি চলচ্চিত্রে চুক্তি করানো হয়েছিল। ছবিটি নির্মাণ করতে যাচ্ছিলেন সৈকত নাসির। শেষ পর্যন্ত ঐ চলচ্চিত্র নির্মাণ হয়েছে। অজ্ঞাত কারণে বাদ দেওয়া হয়েছিল আরিয়ানাকে।
এমন আরো কয়েকটি চুক্তির কথা শোনা যায় মগবাজারে। আর মিডিয়ায় আরিয়ানা এখন পর্যন্ত কোনো কাজ না করলেও চেষ্টা করে যাচ্ছেন। শেষ পর্যন্ত জাজের কাছে ধরনা দিলেন। দেখা যাক, জাজ কী করতে পারে।
জাজ বলছে, জাজের 'মোনা' চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। সবাই আরিয়ানার জন্য দোয়া করবেন। পরিশেষে একটি কথা না বললেই নয়, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।