মিঠাই সিরিয়ালে নতুন টুইস্ট, আসছে মোদক পরিবারের পিকনিক পর্ব
বেশ কিছুদিন হল কলকাতায় শুরু হয়েছে শীতের আমেজ। শীত মানেই পিকনিক, ঘুরতে যাওয়া আর নিজের পরিবারের সাথে অনেকটা সময় কাটানো। বাঙালি বরাবরই শীতকাতুরে এবং শীতপ্রিয়ও বটে। এবার আর পাঁচটা সাধারণ বাঙালি পরিবারের মতোই মোদক পরিবারে উঠল পিকনিকের হিড়িক।
সম্প্রতি জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অফিশিয়াল পেজের পক্ষ থেকে সামনে এসেছে একটি নতুন প্রোমো। যেখানে দেখা গিয়েছে গোটা মোদক পরিবার কোমর বেধে হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে রওনা হচ্ছে পিকনিকের উদ্দেশ্যে। বরাবরই এই ধারাবাহিকের কোন তুলনা হয়না অন্যান্য ধারাবাহিকের সাথে। গত ৩৫ সপ্তাহের বেশি সময় ধরে মাসের-পর-মাস টিআরপি (TRP) লিস্টে ছক্কা হাঁকিয়ে এই ধারাবাহিক।
ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকে তোর্সা এবং মিঠাইয়ের সাঁড়াশি কেলেঙ্কারি। তোর্সা এবং সোমের ম্যারেজ পার্টির দিন সাঁড়াশি নিয়ে মিঠাই তারা করে টেসের পিছনে। যদিও তার নেপথ্যে ছিল অন্য কারণ। মিঠাই এর মতো সাধাসিধে মানুষকে জোর করে ড্রিংক করিয়ে দেয় তোর্সা। আর তার পরেই ঘটে বিপত্তি।
এরপর সমস্ত কাণ্ড দেখে কোনমতে মিঠাইকে সামলেছে সিদ্ধার্থ এবং পরিবারের বাকি সদস্যরা। এই ঘটনার পর মিঠাইয়ের ওপরে বেজায় চোটে গিয়েছে সিদ্ধার্থ। কারন সে সকাল থেকে মিঠাইকে বারবার সাবধান করেছিল তোরসা পার্টিতে কোন কিছু খাবার না দিলে যেন সে না খায়।
কিন্তু সে পাকামি করে খেয়েছে তোর্সার অফার করার ড্রিংক এবং তারপরেই ঘটেছে এই ব্ল্যান্ডার। এই কাজে সম্মানহানি হয়েছে মোদক পরিবারের দাদাইয়ের। তারপর বাড়িতে বসেছে বিচারসভা। বিচারসভার শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে তোর্সাকে কাজ করতে হবে পুজোর সব কাজ। সমস্ত আয়োজন করতে হবে সন্ধ্যা আরতির এবং মিঠাইকে পালন করতে হবে একদিনের জন্য মৌনব্রত।
সম্প্রতি সামনে আসা ‘শীতের হাওয়ায় লাগল নাচন’ প্রোমোটি দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছেন মিঠাই প্রিয় দর্শকেরা। হয়তো পিকনিকের আগেই মিঠাই এবং সিদ্ধার্থের মধ্যে শেষ হবে সমস্ত ভুল বোঝাবুঝি রাগ অভিমান। আবারো কাছে আসবে মিঠাই সিদ্ধার্থ। এমনিতেই আগের থেকে অনেকটা পাল্টে গিয়েছে দাদুর নাতি। যে দাদুর নাতি আগে মিঠাই তুফানমেল বলে এবং তার হাতে পায়ে কন্ট্রোল নেই বলে সহ্য করতে পারত না, এখন তাঁরই মিঠাইকে না দেখলে যেন ভাত হজম হয়না।