আব্দুর রহমান জেলা প্রতিনিধি পঞ্চগডঃ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে ২০২১ সালের এইসএসসি (সাধারণ ও বিএম)পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(২৯ নভেম্বর)সোমবার বেলা ১১ টায় পরীক্ষার্থীদের এডমিট কার্ড ও উপহার প্রদান সহ বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মোট পরীক্ষার্থী মানবিক শাখার ১৬০ ও বিএম শাখার ৯১ জন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য দেন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ গোলাম মোস্তফা।পরীক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্যে রাখেন অমলা কান্ত।
একান্ত আলোচনায় পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তিনারা বলেন,,আমরা কোনোদিন আমাদের কলেজকে ভুলব না বিশেষ করে স্যারদেরকে।একদিন কলেজ না আসলে স্যাররা আমাদের বাসায় ফোন দিতেন।নিজের ছেলেমের মতো আমাদের ভালোবাসতেন।
কলেজ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি মৃত্যুর আগে সেগুলো ভুলব না।
বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাএ আব্দুর রহমান, রাতুল রায়হান, আল ইফরাত ,দিপক, বাধন, মুন্না সহ অএ কলেজের ছাএছাএী বৃন্দ।আরো উপস্থিত ছিলেন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের সন্মানিত শিক্ষকবৃন্দ।