বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে অভিযোগ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল কলে সময় নিউজকে এ তথ্য জানান জায়েদ খান নিজেই।
তিনি জানান, বেশকিছু ধরে তার নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে কয়েকটি ইউটিউব চ্যানেল। এতে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ করেন এ অভিনেতা। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে পুলিশ। তদন্তে অভিযোগের সতত্য পাওয়ায় অভিযুক্ত কয়েকজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন? উত্তরে জায়েদ খান বলেন, ইউটিউব চ্যানেল এমটি ওয়ার্ল্ড, দেশ বাংলা এবং সাদিয়া, রাইমা ইসলাম শিমুসহ কয়েকজনের নামের অভিযোগ করেছি। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।
জায়েদ খান আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ আমাদের নাম মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এগুলো আমাদের জন্য মানহানিকর। শিল্পীদের বিরুদ্ধে কেউ যেন মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে না পারে তাই লিখিত অভিযোগ করেছি। আমার অভিযোগটি তদন্ত করছেন সাইবার ক্রাইম বিভাগের এডিসি মনিরুল ইসলাম।
এর আগে জামাল পাটোয়ারির নামেও ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারাসহ ২০১৮ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা করেন জায়েদ খান। গত বছর ১৪ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। ওই মামলায় জামাল পাটোয়ারি জামিনে আছেন।
এক যুগেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার সঙ্গে যুক্ত জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পরপর দুবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।