পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৭ দিন কারাভোগ শেষে ১ সেপ্টেম্বর জামিন পান। এসেই বাসা ছাড়ার নোটিশ পান। ভবনের অন্য বাসিন্দাদের আপত্তির কারণে ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয় তাকে।
তিনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাসা ছেড়ে দিয়েছেন। উঠেছেন নতুন ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনটাই বোঝা যাচ্ছে এই আলোচিত অভিনেত্রীর কিছু ছবি দেখে।
নতুন বাসায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন পরীমনি। সেই ছবিগুলোতে তাকে বেশ প্রাণবন্ত লেগেছে।
ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন জীবনকে ভালোবাসার আবেদনমাখা ক্যাপশন। জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের সেই উক্তিটির বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’
জামিনের পর কিছুদিন যেতেই ‘মুখোশ’ ছবির ডাবিংয়ের মাধ্যমে কাজে ফিরেন তিনি। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী।
এছাড়া সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘বায়োপিক’ সিনেমার কাজও শুরু করবেন শিগগির। হাতে আছে রাশীদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।
দীর্ঘ ২৭ দিনের কারাবাসের পর আজ (১ সেপ্টেম্বর) বনানীর বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। আর ফিরেই বাড়ি ছাড়ার নোটিশ পেলেন 'পাগলা দিওয়ানা' খ্যাত এই নায়িকা।
এ প্রসঙ্গে গণমাধ্যমে পরীমণি জানান, 'বাসা ছাড়ার নোটিশ দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাসা ছাড়তে হবে।'
তিনি আরও বলেন, 'নোটিশ কেন দেবে না, সেটা বলুন? গত কয়েক মাসে কত কিছুই তো ঘটল। বাসার মালিক এত কিছু সহ্য করেছেন, এটাই কম কিসে। আমার বাসা হলে তো আমিই সহ্য করতে পারতাম না। বাসার গেটে ক্যামেরা তাক করা থাকে। এই র্যাব, পুলিশ। এ বাসায় তো আমি একা থাকি না। অন্য অনেকেই আছেন। আমার জন্য তো তাদের সমস্যা হয়। আমার জন্য তো অন্যদের সমস্যায় ফেলা ঠিক হবে না। সবাই তো আর ক্যামেরায় ইউজ টু না।'
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে দেখা যায়, পরীর বাড়ির মূল ফটক তালাবন্দী করে ভেতর থেকে নীল রঙের পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পরীর পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, ‘একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। এটি আসলে মেনে নেয়া যায় না। এই এলাকাটি ভদ্রলোকের জন্য।’
তিনি আরও বলেন, ‘৬ তলায় পরীমণি একাই ভাড়া থাকেন। অন্যগুলোতে ফ্ল্যাট মালিকরা নিজেদের পরিবার নিয়ে থাকেন। বর্তমানে পরীমণির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। বাচ্চারাও এসব নিয়ে বিরক্ত। রোজ রোজ পুলিশ, সাংবাদিক। এসব দেখে অভ্যস্ত নয় তারা। এতে করে আমরা বিব্রত। এসব বিষয় বিবেচনা করে পরীমণির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত যেন ব্যবস্থা নেন তিনি।'
আরেক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী তিন মাসের মধ্যে পরীমণিকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। তার ফ্ল্যাট মালিকের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্য ফ্ল্যাটের মালিকেরা।