News Info BD https://www.newsinfobd.com/2021/04/blog-post_164.html

করোনায় আক্রান্ত আলমগীর, হাসপাতালে ভর্তি

 

করোনায় আক্রান্ত আলমগীর, হাসপাতালে ভর্তি

তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। এরপর গত ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন তারা।

আজ মঙ্গলবার জানা গেল, দুটি ডোজ নিয়েও করোনা পজিটিভ হয়েছেন নায়ক আলমগীর। বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিনী রুনা লায়লা।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘উনি (আলমগীর) করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো এবং আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে। বেশ ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।’

বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর শরীরের অ্যান্টিবডি তৈরি কাজ শুরু হয়। আলমগীর সে সময়টুকু পাননি।

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??


Close Ads
Close Ads

অর্ডিনারি আইটি কী?