অনলাইন সেলার মানে কি???
আমরা ২০২১ সালে বসবাস করছি।
যেখানে রাত ৮টায় বাংলা খবর বা ১০টায় ইংরেজি খবর শোনার জন্য সারাদিন অপেক্ষা করতে হয়না। যেখানে ঘরে বসেই পৃথিবীর সব খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়।
প্রবাসে থাকা ছেলেটা বা মেয়েটা মন চাইলেই ভিডিও কলে মা বাবাকে দেখতে পায়।
মা চাচীরা যেখানে ফ্রিজ, রাইসকুকার, ওয়াশিং মেশিন, এসি ব্যবহার করতে জানতোনা আজ সেসব ছাড়া তাদের চলেই না। তারা আজ আধুনিকতায় অভ্যস্ত।
আধুনিকতা আমাদের কম কিছু দেইনি। জীবনকে একদম সহজ করে দিয়েছে।
নিজেকে যেখানে আধুনিক বানানোর জন্য এতো এতো চেষ্টা সেখানে কেন মনটা আধুনিক হচ্ছে না।
ধীরে ধীরে বাংলাদেশ ই কমার্সের উপর নির্ভরশীল হয়ে পরছে। আর এই ই কমার্সের সৈন্যরাই হচ্ছেন অনলাইন সেলাররা।
যেখানে রিকশা ভাড়া দিয়ে মার্কেটে গিয়ে, ঠেলাঠেলি দরাদরি করে জিনিস কেনার চেয়ে চোখের সামনেঈ চলে ই
আসছে সব।
ও অনলাইন ফেরিওআলা 😏😏😏
কেন তাদের অশিক্ষিত মনে হয়( যাও বা লেখাপড়া করেছে তার কোন দামই নেই),কেন তাদের lower class মনে হয়, কেন মনে হয় তারা দুটো পয়সার জন্য ছেচরামি করছে, কেন তাদের হেয় করে দেখেন❓❓❓❓❓
একজন অনলাইন বিক্রেতা কোন অংশেই কারো থেকে কম নয়। বেশিরভাগ অনলাইন বিক্রেতা শিক্ষিত। কখনো কখনো যারা অশিক্ষিত ভাবছেন তাদের চেয়েও শিক্ষিত। কেন তাদের নীচু করে দেখছেন তারা কি টাকা ছাড়া পন্য সংগ্রহ করে নাকি বানায়??
নিজেতো পারেন না দুটো মানুষের সাথে কথা বলতে তবে অন্য কেউ এসব পারে বলে আপনার সমস্যা কি।
অনলাইন সেলারদের সম্মান করুন।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রাকিব ভাই
https://www.facebook.com/MdRakibHossainSojol