সময় মেপে পোষ্ট করা বা পড়া‼‼
আমরা ডি এস বি তে নিজেদের দক্ষ করার জন্য লড়ে যাচ্ছি। আর এই লড়ে যাওয়ার মূল শর্ত হলো সময় মেপে গ্রুপে সময় দেয়া।
গ্রুপে সময় দেয়া মানে পোষ্ট করা ও পড়া, তাও আবার নির্দিষ্ট সময়ের মধ্যে।
ছোটবেলায় শুনেছি যেকথা তুমি শুনবে সেটাই বলতে পারবে, ঠিক সেভাবে যে কথা তুমি পড়বে সেটাই তুমিই লিখবে।
যেমন:ইংরেজি লিখতে চাইলে পড়তে হবে বলতে চাইলে শুনতে হবে।
অর্থাৎ শুনলে বলার দক্ষতা বাড়ে, পড়লে লেখার দক্ষতা বাড়ে।
আমরা যখন উইতে প্রথম এড হয়েছিলাম তখন কিছুদিন শুধু পোষ্ট পড়তাম। ধীরে ধীরে নিজের ভেতরে লেখার আগ্রহ তৈরি হলো। তারপর পোস্ট করা শুরু করলাম। সেই নেশায় আমরা আজওডুবে আছি, ডুবে থাকতে চাই।
ডি এস বিতে ভাইয়া আপুদের পোষ্ট দেখে অবাক হতাম। কি করে এতো সুন্দর করে লিখতে পারে❓❓কতটুকু পড়াশুনা করলে এত সুন্দর লিখতে পারে এই প্রশ্ন আমার ঘুরপাক খেতো।
তারপর শুরু করলাম দশ মিনিট রাইটিং পোষ্ট।তখন থেকেই পোষ্ট করার সময়টা নিজের দখলে চলে আসে। পোষ্ট পড়তে পড়তে বুঝতে পারি এখন পোষ্ট পড়তেও কম সময় লাগে।
আগে যে পোষ্ট পড়তে ৬-৭মিনিট লেগে যেত এখন আল্লাহর রহমতে ২মিনিটেই পড়তে পারি।
তারপর থেকে সব পোষ্টই আমি দশ মিনিটেই লিখতে চেষ্টা করি।
লেখায় দক্ষতা অর্জন করতে চাইলে সময় মেপেই লেখাপড়া করা উচিত। তাহলেই খুব তাড়াতাড়ি লক্ষ্য অর্জন করা সম্ভব।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু