ডি এস বি তে জয়েন করেছি ২১আগষ্ট। কয়েক মাস হয়ে গেছে।
নতুন যারা গ্রুপে জয়েন করে আমার ধারনা প্রত্যেকেই প্রথমে কিছু সমস্যার সম্মুখীন হয়।
এই যেমন - কি পোষ্ট করবো?
কিভাবে পোষ্ট করবো?
দশ মিনিট রাইটিং পোষ্ট আবার কি জিনিস?
কিভাবে লিখতে হয় এই পোষ্ট গুলো?
কোন টপিকের উপরই বা লিখবো?
প্রেজেন্টেশন পোষ্ট আবার কি?
এসব পোস্ট লেখার কি কোন নিয়ম আছে?
আমার পোষ্ট পড়ে কি সবাই হাসবে?
আমাকে কি বোকা ভাববে?ইত্যাদি ইত্যাদি।
আমি যখন নতুন ছিলাম তখন আমারও একই সমস্যা হয়েছিল।
আরেকটা অন্যতম সমস্যা হচ্ছে কি বুঝিনা তাও বুঝিনা😃😃
যেসব কারণে উই এর অনেক এক্টিভ মেম্বার ডি এস বি তে ইনএক্টিভ। এই অনিয়মিত হওয়ার জন্যই আমরা লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাই।
ডি এস বিতে এসে যে বিষয় টি আমাকে সবচেয়ে বেশি উপকার করেছে তাহলো দশ মিনিট রাইটিং পোষ্ট। শুরুতে খালি ভাবতাম কিভাবে এই দশ মিনিট রাইটিং পোষ্ট লিখে সবাই??
তারপর একদিন আমিও শুরু করি।
এখন আমার লেখার বা ভাবার গতি দুটোই বেড়েছে। এই বাড়াটা আমি অপ্যের সাথে তুলনা করছিনা। আমি আমার নিজের আগের অবস্থান থেকে বর্তমান অবস্থানের উন্নতিকে বুঝিয়েছি।
যদিও বাংলা আমাদের মাতৃভাষা।তারপরেও দশ মিনিট বলা বা লেখা তাও আবার প্রস্তুতি ছাড়া এতো সহজ নয়। এজন্য দরকার অনুশীলন।
আর এই অনুশীলনের সবচেয়ে উপযুক্ত উপায় হচ্ছে দশ মিনিট রাইটিং পোষ্ট।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু