পোস্টের দিন ছিলো বাংলা পহেলা বৈশাখ। বাংলার ঐতিহ্য বহনকারী একটি দিন,বাঙালির উৎসবের দিন। কিন্তুু এ দিনও স্যার কাজ করে গেছেন। কিন্তুু বাংলাকে স্যার ভালোবাসেন অনেক তাই ইংরেজিতে পড়েও অনর্গল বাংলায় লিখে যান এবং চান আমরাও যেন বাংলায় নিজেদেরকে মজবুত করতে পারি।
🍂 আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান। কিন্তুু এই মূল্যবান সময়ও অনেক সময় নষ্ট হয়ে যায় কিছু ভুলের জন্য। কিছু সময় জীবনের অতীতটা হয়তো ভালো হয়না। কিন্তুু সেই অতীতকে ভেবে বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করা বোকামি। পরিশ্রম, চেষ্টা করলে আমাদের ভবিষ্যৎটা হয়তো ভালো হতে পারে।
আমরা অনেক মনিষীদের,অনেক জ্ঞানীগুণী মানুষের জীবন সম্পর্কে জানতে পারি যে তাদের বেশিরভাগ মানুষেরই অতীত জীবন ছিলো খুব কষ্টের।
🍂 এই ধরুন কবি গুরু রবীন্দ্রনাথের গান দিয়ে যেহেতু পোস্ট শুরু তার কথাই বলি, তার জীবনে ছিলো অনেক কষ্ট। তার জীবনে তার আগে তার স্ত্রী, সন্তান মৃত্যু বরন করেছে। কিন্তুু তিনি এ জন্য জীবন চলা থামিয়ে রাখেননি। তিনি তার জীবনের সুখ তার লেখার মধ্যে খুঁজে নিয়েছিলেন।
🍂 পড়াশোনায় আমরা হয়তো অনেক সময় ব্যার্থ হই। আর এই ব্যর্থতা সহজে অনেকে মেনে নেয় না। তার ফলে অনেক ছাত্র/ছাত্রী ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তুু এই শিক্ষা প্রতিষ্ঠানেই অনেক বার গল্প আকারে আমরা রবার্ট ব্রুসের গল্পটা পড়ি। কিন্তুু বাস্তব জীবনে এপ্লাই করতেই ভুলে যাই ।
🍂 অতীতের অনেক খারাপ ঘটনা আমাদের জীবনে থাকতেই পারে। যেমন এই করোনা ভাইরাস মহামারী সময়ে আমরা অনেক খারাপ মুহূর্তে সময় পার করছি। অনেকেই অনেক আপনজন,পরিবার,পরিজন,প্রিয়জনকে হারিয়েছি😣। কিন্তুু তারপরও আমাদের ধৈর্য্য ধরে রাখতে হবে আগামী ভালো দিনের অপেক্ষায়।
🍂 এই যে বিগত প্রায় ১৫ বছর পড়াশোনা করেও আমরা অনেকেই অনেক কিছু শিখতে পারিনি,জানতে পারিনি। এতে কষ্ট পাওয়ার এখন আর কিছুই নেই। যা চলে গেছে তা চলে গেছে। এখন এই ডিএসবি গ্রুপ সেই না শেখা, না জানা বিষয় গুলো শেখার জানার সুযোগ করে দিয়েছে। এখন নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চাইলে এখানে তৃপ্তি সহ শিখে নেয়া যায়।
🍂 এখানে আমরা সবাই শিক্ষার্থী। বয়সের বাধা নেই, টাকা খরচের বিষয় নেই, সবাই সবার সহায়ক। যা শেখার প্রয়োজন তা সার্চ করে মন ভরে শিখে নেয়া যায়। এখন যারা শিখবে তারা তাদের অতীত জীবনের গ্লানি মোচন করতে পারবে। আর যারা শিখবে না তাদের জন্য কিছুই বলার নাই।
🍂 আমাদের ভালো দিন গুলো আসুক আমাদের শেখার মাধ্যমে।
"""''''""" 🌹যদি পৃথিবীকে পরিবর্তন করতে চান তাহলে,
তাহলে কলম তুলে নিন,,,,,,,,