১/২ ঘন্টার মধ্যে ইমারজেন্সী রক্তের প্রয়োজন!তখন কি করবেন?
#কৌশলঃ১. যেকোন হাসপাতালে গেলেই আমরা অহরহ মানুষ দেখতে পাই।বিভিন্নজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ডাক্তারের নিকট স্বরণাপন্ন হয়।
এখানে একটি বিষয় লক্ষনীয় যে হস্পিটালে উপস্থিত সবাই কিন্তু রোগী না!রোগীর সাথে তার আত্বীয়-স্বজন,বন্ধু-বান্ধব ইত্যাদি লোকজনও আসে।ইমারজেন্সী মূর্হুতে নিজের ভিতরে ভয় সংকোচ না রেখে রোগীর সাথে আসা লোকজনকে বিনয়ের সাথে গিয়ে জিজ্ঞাসা করুন তার রক্ত গ্রুপ এবং মিলে গেলেই রোগীর সমস্যা ও আপনার গুরুত্ব বুঝিয়ে সংগ্রহ করে নিন রক্তদাতা।
#কৌশল২. যদি সেই সময়টা নামাযের মুহূর্ত হয় তাহলে মসজিদের ইমাম বা মুয়াজ্জিন এর কাছে জামায়াত শেষে মুসল্লিদের নিকট রক্তের জন্য রিকুয়েস্ট করার কথা বলতে পারেন।
#কৌশল৩. আশেপাশে কোনো মাদ্রাসা বা কলেজ থাকলে সেখানে যোগাযোগ করতে পারেন ।
#কৌশল৪. নিজের আশে পাশের পরিচিত মানুষের/ কলি /বন্ধু বান্ধী সাথে যোগাযোগ করুন।
#কৌশল৫. সম্ভাব হলে ফেজবুকে নানা রকমের সামাজিক গুরুপে পোস্ট দিতে পারেন ( আগে কোন প্রকার আথিক লেনদেন করবেন না )
বলে রাখা ভালো আপনি যত বিনয় এবং সুন্দরভাবে বলতে/বুঝাতে পারবেন ততই আপনার রক্তদাতা পেতে সুবিধা হবে।
আমি আপনাদের রাকিব ভাই
https://www.facebook.com/MdRakibHossainSojol