ঠিক যখন ভুল, ভুল যখন ঠিক।
আমি গ্রামের মেয়ে। গ্রামে জন্ম, গ্রামেই বেড়ে ওঠা। যদিও আমাদের গ্রাম কে গ্রাম বলা যায়না মফস্বল বলতে পারি।
আধুনিকতার ছোয়া এখন বিশ্ব জুড়ে। তাই গ্রামের মানুষের জীবনযাত্রার মানও অনেক বদলে গেছে।
আমরা ছোটবেলা থেকেই বড় চাচার কড়া শাসনে মানুষ হয়েছি। অযথা বাড়ির বাইরে থাকা যাবেনা, সন্ধ্যের পরতো প্রশ্নই ওঠেনা, রাত আটটার খবরের পরই রাতের খাবার, রাতে না খেয়ে শোয়ার দুঃসাহস কারোরই ছিলোনা,
আর একটি ব্যাপার আমাদের সবার থেকে আলাদা করে রাখতো তাহলো আমাদের অাঞ্চলিক ভাষায় কথা বলা নিষেধ ছিলো।মানে প্রমিত বাংলা ভাষায় কথা বলতে হবে। প্রশ্নের উত্তরে হ্যাঁ বলা যাবেনা জ্বি বলতে হবে।
এই ব্যাপারটা আমাদের প্রতিবেশীদের অনেকেরই ভালো লাগতোনা। কিন্তু তাতেও কিন্তু আমাদের বাড়ির নিয়ম বদলে যাইনি। আজ এইসময়ে এসে স্বীকার করতে কষ্ট নেই যে তখন যদি ভাষার দিকে খেয়াল না দিতেন তাহলে হয়তো আজ এভাবে কথা বলতে পারতাম না।
আমি আঞ্চলিক ভাষাকে সম্মান করি। কিন্তু আমাদের ছেলেবেলা বা বেড়ে ওঠা থেকে নিজের জায়গা তৈরি করা বেশ চ্যালেঞ্জিং ছিলো। যেখানে ভাষা একটি অনেক বড় ব্যাপার।
এই দশ মিনিটের রাইটিং পোস্ট নিয়েও অনেকে অনেক ধরনের ধারণা করলেও এই প্রজেক্ট আমাদের অনেক দক্ষ করে তুলছে এতে কোন সন্দেহ নাই।
আগে যেমন ভাবতে সময় লাগতো এখন সেটা লাগেনা।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু