সব কাজের মধ্যেই আত্মবিশ্বাসী হওয়া জরুরি 🌿
🍂ছোট বেলায় যখন বৃষ্টির মধ্যে মাটির ঢালু রাস্তা দিয়ে উঠতে যেতাম তখন পিচ্ছিল কাদার মধ্যে এক পা আগালে দু পা পিছিয়ে যেতাম। এটা অবশ্য করতে হতো ব্যালেন্স রাখার জন্য।পরে ঠিকই উপরে উঠে যেতাম।
🍂ঢালু রাস্তায় কাদায় হাঁটার এই থিওরী আমার ভালোই লাগতো।কারণ মজা পেতাম বারবার একই জায়গায় হাঁটতে।
🍂আর আজ বাস্তব জীবনে যখন সফল উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টায় পরিশ্রম করে যাচ্ছি তখন সেই ছোট বেলার কাদায় ভরা পিচ্ছিল রাস্তার কথা মনে পড়ে গেল।
🍂এক পা এগুই দু পা পিছাই, এভাবেই চলছে।
কিন্ত আমি আত্মবিশ্বাসী।পিচ্ছিল রাস্তা পার হয়ে সফলতার রাস্তাও নিশ্চয়ই একদিন ধরতে পারবো ইনশাআল্লাহ।