আমাকে কেন চাকুরিতে নেওয়া উচিত?
💦 আমার মনে হয় একজন মানুষ পড়াশোনা করে যতই জ্ঞান অর্জন আর সার্টিফিকেট পান না কেন যদি সে চাকুরির ক্ষেএে নিজেকে প্রেজেন্ট করতে না পারে তাহলে সে কোনোভাবেই চাকরি পাবে না।
আর কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়।
💦যদিও আমি কোনো চাকরি করি না তবুও আমার মনে হয় চাকরি করার মত কিছু যোগ্যতা আমার আছে।
🌿 আমি একজন সৎ একটিভ ও সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি।
🌿কাজের ক্ষেএে যেকোনো চ্যালেন্জ নিতে আগ্রহী ।
🌿কোনো কাজ ঠিকমত ও মনমতো না হওয়া পর্যন্ত লেগে থাকি।
🌿আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি।
🌿কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দেবার চেষ্টা করি।
আমি আমার কাজে শ্রদ্ধাশীল।
🌿🍀আমার কম্পিউটার সম্পর্কে বেসিক ধারনা আছে।
🌿আমার ইংলিশ স্কিল চলনশীল।