"নিশা লাগিলরে,নিশা লাগিলরে,
বাঁকা দুই নয়নে নিশা লাগিলরে।"
হাসন রাজার এই জনপ্রিয় গান নিয়ে অনেক আলোচনা,সমালোচনা,গবেষণা হয়েছে।স্যার যেভাবে বা যতখানি গবেষণা হবে ভেবেছিলেন,ততোখানি হয়নি।
আমি এখানে, নিশা মানে নিশানা বুঝি।নিশানা মানে লক্ষ্য।বাংলা সাহিত্যের মজা এটাই। আবেগটা নিজের মতো করে নেয়া যায়। যদি আমি নিশানা বুঝি তাহলে গানের কলির সাথে মিল রেখে বলতে পারি আমি বাংলা দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত ডি এস বি তে লেখার নিশানা করতে পারি।
আবার নিশা মানে নেশা বুঝালেও, একই কথা। ডি এস বি তে আমার যদি লেখার নেশাটা থেকে যায়,তাহলে এই নেশাই আমার নিশানাতে নিয়ে যাবে।
এই আধ্যাত্মিক গানটি আমার খুব ভালো লাগে।সবাই যদি,অন্তত এখানে বাংলা ভাষার নিয়মিত চর্চা করি,তাহলেই বাংলা জ্ঞানকোষ অনেক সংগ্রহ হবে।
আরেকটি জিনিস, আমরা বাংলা সাহিত্যের কোন নির্দিষ্ট বিষয় নিয়ে যদি একটা নির্দিষ্ট সময়ে অনুশীলন করি,তাহলে আমাদের উক্ত বিষয়ে জ্ঞানও বাড়লো,গ্রুপেও বাংলা নিয়ে অনেক লেখা হলো।
সবাই ভালো থাকবেন।