কাউকে পাত্তা না দেয়া
জীবন মানেই ঝামেলা আর ঝামেলা আছে বলেই হয়তো এর নাম জীবন।
কিন্তু কষ্টটা লাগে তখন যখন কারো আমার যোগ্যতা মাপার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমার যোগ্যতা মাপে, আমার কাজ নিয়ে সমালোচনা করে। সেই কষ্টটা যে কেমন তা বলে বুঝাতে পারবোনা।
এসব ব্যাপার আমাকে ফালা ফালা করেনা কিন্তু খুচিয়ে খুচিয়ে কষ্ট দেয়, অস্বস্তি দেয়। এই ব্যাপারে আমার চিরদিনের দুঃখ সুখের সাথী আমার বান্ধবীকে যখন বলি ওতো আমাকে বকে একশেষ। ও বলে, তোর এত কষ্ট লাগে কেন? তোর কাছে সবার কথার এত গুরুত্ব কেন? পাত্তা দেস কেন?এতো সময় কই পাস?
পরে ভেবে দেখি আসলেওতো আমি পাত্তা দেই বলেই এরা পাত্তা পায়। আর দিবোনা পাত্তা ইনশাআল্লাহ।
মানুষ মানুষের ভালোটা সহ্য করতে পারেনা এটা চিরন্তন সত্য।তাই এসব টিপ্পনি বা খোচা জাতীয় কথা ইগনোর করুণ জীবন থেকে।
আর সবচেয়ে মজার ব্যাপার হলো এরা আপনাকে হিংসে করে বলেই আপনাকে কিছু করতে দিতে চায়না।
তাই কাজ করুন।তাদের পাত্তা দিবেন না একেবারেই।দেখবেন কষ্ট কমে যাবে। আর কাজের দিকে আগ্রহ বাড়বে।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু।