ডি এস বি যখন অভিধান
ঢি এস বি মানে Digital Skills for Bangladesh। এইগ্রুপের নামটা আমার খুব ভালো লাগে।নাম দিয়েই যখন কাউকে চেনা যায়তখন গ্রুপের নামটি পারফেক্ট।
আমরা সবাই নিজেদের দক্ষ করার জন্যই এই গ্রুপে এসেছি। এই গ্রুপে আমরা ই কমার্সের ক্ষেত্রে নিজেকে দক্ষ বানানোর জন্য যেসব বিষয় অত্যাবশ্যকীয় বিষয়াদি প্রয়োজন সবই রয়েছে।
আমার কাছে ডিএসবি মানে আমার ই কমার্সের ডিকশনারি বা অভিধান।
কি নেই এখানে??
সবই পাওয়া যায় এখানে।
শুরুতে যখন এই গ্রুপে এড হয়েছি তখন রাজিব স্যার বলতো সার্চ করে পড়তে। কিন্তু আমি যেন সার্চ করে পড়া ব্যাপারটা তখন শুনেছিলাম।
তারপর একদিন বাটিক সম্পর্কে আমার জানার খুব আগ্রহ হয়। তো কি করি কি করি?? তখন হঠাৎ রাজিবস্যারের সার্চ করে পড়ার কথা মনে হয়। সাথে সাথে সার্চ করি। সার্চ করেতো আমি অবাক। অসংখ্য পোষ্ট একই বিষয়ের। খুব খুশি হয়েছিলাম সেদিন।
এই গ্রপের কিছু কিছু ভাইয়া আপুদের পোষ্ট পড়ে আমি খুব অবাক হই। কিভাবে এত সুন্দর করে লিখে।আসলে লেখাপড়া না করলে বা বিষয় সম্পর্কে না জানলে কেউই লিখতে পারবেনা।
একজন সফল উদ্যোক্তা হতে হলে নিজের পন্যের পাশাপাশি অন্য পন্যগুশো সম্পর্কেও ধারণা রাখতে হয়। এই ধারণা কে দেবে ❓❓
এইধারণা দেবার জন্য আমাদের পাশে আছে ডি এস বি।
তাই অলসতা না করে আমরা সার্চ করে পড়ার অভ্যাস করি।তাহলে আমরা দক্ষ হতে পারবো।
অভিধান কিনে রেখে দিলেই সব মাথার ভেতর আপনাআপনি যেমন ঢুকে যাবেনা ঠিক তেমনি এই গ্রুপে জয়েন করে সার্চ করে না পড়লেও আমাদের কোন লাভই হবেনা।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু।