পারিবোনা পারিবোনা বলিও আর
এক বার না পারিলে দেখো শত বার
অবসর সময় এ আমি বিভিন্ন ধরনের আর্টিকেল শিহ্মামূলক ভিডিও অনলাইন এ বিভিন্ন ইংরেজি মুভির রিভিউ দেখি ভালই লাগে। শেখাও হয় আবার বিনোদন ও।
আজ কয়েকমিনিট এর একটি ভিডিও চোখে পড়ল। অনেক দূর থেকে কেও ভাল্লুক দুইটা কি করতে চাইছে তা ক্যামেরায় রেকর্ড করেছে।
মূল কাহিনী 👇👇👇
একটি ছোট্ট বেবি ভাল্লুক এবং তার মা এক স্থান থেকে অন্য স্থান এ যাবে। মানে পাথরের নিচু পাহাড় থেকে উপরে বরফ এর পাহাড়ে উঠবে
মার সাথে সাথে বেবি ভাল্লুক বরফের সরু এবং উচু পাহাড়ে উঠতে লাগল।
কিন্তু বরফ ছিল আলগা একদম ঝুরঝুরে। মা ভাল্লুক উঠতে লাগল মাকে ফলো করছে বেবি ভাল্লুক।
কিন্তু সমস্যা হচ্ছে সে কোনো ভাবেই মায়ের সাথে তাল মেলাতে পারছে না। সে যত বারি পাহাড় বেয়ে উঠতে চাইছে ঠিক তত বারি ঝুরঝুরে বরফ এর জন্য এগুতে পারছে না নিচে চলে আসতেছে।
মা তাকে ডিরেকশন দেখালো কিন্তু তাও উপর এ উঠতে পারছে না। মা ভাল্লুক একদম পাহাড় এর চূড়ান্তে উঠে তার বাচ্চার জন্য অপেক্ষা করছে আর উকি মারছে বাট কোনো ভাবেই বেবি ভাল্লুক উপর এ আসতে পারছে না।
কখনো এক্টু এসে পড়ে যায় কখনো পাহাড়রের মাঝে এসে পড়ে যায় আবার কখনো পাহাড়ের চূড়া ছুই ছুই করে আবার নিচে পরে যায়।
এবাবে প্রায় ১৫ থেকে ২০ বার ব্যর্থ হয়। কোনো ভাবেই হচ্ছে না।
কিন্তু বোঝায় যাচ্ছে বেবি ভাল্লুক এর লহ্ম দৃঢ়। যেভাবে হক পাহাড়ের চূরায় মার কাছে পৌছাতে হবে।
এর মাঝে এক মিনিট ও সে বিশ্রাম নেই নি। লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লাস্ট টাইম একদম পাহাড়ে উঠেই গিয়েছিল বাট আবার ব্যর্থ
এর মধ্যেই বেবি ভাল্লুক টা বুদ্ধি করে তার মা যেখানে যেখানে পা দিয়ে উপর এ উঠেছে সেও ঠিক সেখানে সেখানে পা দিতে শুরু করল। তার মায়ের ওজন তার থেকে বেশি হবার কারণে সেই বরফ এর স্থাব গুলো চাপ খেয়ে জমাট বেধে ছিল তাই বরফ ঝুরঝুরে ছিল না।অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তার বুদ্ধি কাজে দিল আর সে খুব সহজেই বরফের পাহাড়ের চূড়ায় উঠে গেল।
এই গল্পের আমাদের অনেক কিছু শিহ্মা নেওয়ার আছে। ছোট্ট বেবে ভাল্লুক যদি বার বার ব্যর্থ হবার পরে ও তার চেষ্টা চালিয়ে যেতে পারে। বুদ্ধি বের করে নতুন পথ অবলম্বন করতে পারে তাহলে আমারা পারব না কেনো।আমার ত মনুষ্যত্ব জাত। সকল সৃষ্টির সেরা।
মানুষ পারে না এমন কোনো কাজ নেই। কেও যদি বলে আমার দ্বারা হবে না তাহলে মনে রাখবেন আপনার মত অলস আর ব্যর্থ মানুষ দুনিয়াতে ২য় আর নেই।
যিনি চেষ্টা না করেই বলে আমি পারব না