সম্ভব অসম্ভব
এই পৃথিবীতে সৃষ্টিকর্তা অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে মানুষ হচ্ছে আশরাফল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। কারণ মানুষের রয়েছে উত্তম মস্তিষ্ক যার মাঝে রয়েছে বিবেক।
এই বিবেক বুদ্ধির জন্য মানুষের সেসব কাজের সব সম্ভব কাজই অসম্ভব আবার সব অসম্ভব কাজই সম্ভব হয়ে থাকে
বাংলাতে দশ মিনিট লিখতে পারা নিজের মনের মতো এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়।এটা যখন কেউ পেরে যায় তখন আমরা বলতে পারি সে অসম্ভব কে সম্ভব করেছে।
আর যখন কেউ ডি এস বির মতো গ্রুপে এসেও নিজেকে পরিবর্তন করতে পারেনা তখন আমরা সম্ভবকে অসম্ভব বলি।
আচ্ছা আমরা যারা চাকুরীর পরিক্ষা দিয়ে অভ্যস্ত। তাদের তো বেশিরভাগেরই একই ধরনের রেজাল্ট। কিন্তু সবারই কি চাকুরী হয়? হয়না।
কিন্তু কেন??
চাকুরীর বাজারে শুধু রেজাল্ট না পাশাপাশি দক্ষতারও প্রয়োজন হয়। শেষ পর্যন্ত তারই চাকুরী হয় যার রেজাল্ট এবং দক্ষতা দুই ই আছে।
যারা চাকুরী করেন তারা একটা বিষয় লক্ষ্য করে থাকবেন।অফিসের বস্ রা গুরুত্বপূর্ণ কাজ সবাইকে দিয়ে করায় না। কিছু হাতে গোণা কর্মচারীকে দিয়ে করায়। এবং অফিসের অধিকাংশ সুযোগ সুবিধা তারাই ভোগ করে থাকেন।
কেন বস্ তাদের দিয়ে কাজ গুলো করায়??
কেনই তারা অধিকাংশ সুবিধা পায়??
তারা কাজটি দক্ষতার সাথে করতে পারে। আর যে কাজ করতে পারবে বস্ সবসময় তার উপর সন্তুষ্ট হন।
জীবনের প্রত্যেকটি জায়গায় এমন। তাই সময় নষ্ট না করে আসুন নিজেকে দক্ষ করে গড়ে তুলি।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু