যায় হয়না ৯ এ তার হয়না ৯০ এ,
আসলেই কি তাই❓❓❓❓
সময়কে কাজে লাগানোর কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই,জীবন মানুষকে দ্বিতীয় সুযোগটা ও দেয়।
আগের দিনের মানুষ মানে বয়োজ্যেষ্ঠ যারা, তারা প্রায়ই বলতো,যার হয়না ৯ এ তার হয়না ১৯এ।কথাটার মানে হলো,নয় বছর বয়সে না করতে পারলে ১৯/২৯/৩৯/৪৯/৫৯/৬৯/৭৯ বছর বয়সেও হয় না।
আসলেই কি তাই❓
সময় বা সুযোগ কি শুধু একবার ই আসে??আর সে সময় বা সুযোগ কে ঐ নির্ধারিত সময়ে কাজ না লাগাতে পারলেই কি জীবন বৃথা❓❓
প্রশ্ন টা আমার কাছে এখন আর প্রশ্ন না।উত্তর হিসেবেও আছে।।।সুযোগ মানুষের জীবনে একবারই শুধু আসে তা নয়।
হ্যা,এটা সত্যি কথা,সময় মতন সময় সুযোগকে কাজে লাগাতে পারাটা একটা বিরাট বিষয়। সময়কে সময় মতন কাজে লাগাগে সফলতাকে সুন্দরভাবে উপভোগ করা যায়।
কিন্তু যারা নানা বিধ কারনে প্রথম সময় সুযোগ কে কাজে লাগাতে পারেনা,তাদের জীবন কি একেবারেই বৃথা❓
সময় কি তাদের আর নতুন করে সময় বা সুযোগ দেয় না❓
আমি ও ডিএসবিতে জয়েনের আগ পর্যন্ত তাই জানতাম,সময় একবার চলে গেলে আর সুযোগ দেয় না।
কিন্তু এখন আমি জানি,
জীবনের প্রথম সুযোগ টা যদি মানুষ কাজে লাগানোর চেষ্টায় থেকেও সফল হতে না পারে,সেসব মানুষকে জীবন দ্বিতীয় সুযোগটা দেয়।
যেমন ডিএসবিতে এসে আমরা নিজেকে গড়ে তোলার দ্বিতীয় সুযোগটা পেয়েছি। নিজের জন্য একটা নতুন পরিচয় তৈরি করার,নতুন করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার ,নিজের স্বপ্ন কে বাস্তবায়ন করার।
তাই আর হতাশা নয়।ডিএসবিতে নিজেকে নতুন করে আবিষ্কার করুন।নতুন করে জানুন।নিজের প্রতিভার সন্ধান করুন।৯ হয়নি বলে আর হবেনা।সেদিন আর নেই।এখন চেষ্টা করলে সুযোগকে যেকোন সময় ই কাজে লাগানো যায়।তাই আর হতাশা নয়।একবার হয়নি বলে মুখ থুবড়ে পড়ে থাকা নয়।ঘুরে দাড়াতে জানতে হবে।আর তার জন্য শুধু প্রয়োজন নিজের একটা অদম্য আগ্রহের বা ইচ্ছে শক্তির।