বোঝেনা সে বোঝে না
জানতে হলে বুঝতে হবে। এই মূহুর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হল নিয়মিত থাকা।
আজকের পোস্ট ছিল রাজীব স্যারের ৬১তম দিনে লেখা। আজকে আমার ৪৭তম দিন। এই ৪৭ দিনে আমি আমার ভেতরে অনেকগুলো পরিবর্তন দেখতে পেয়েছি। নিজের উন্নতি আমার কাছে দৃশ্যমান।
বাংলা টাইপিং, রিডিং, নিজের ভাষায় লেখা, দ্রুত পড়া ও লেখা, বড় পোস্ট পড়া এখন কোন ব্যাপারই না। একটা টপিকের উপরে সৃজনশীল ভাবে লেখাও অনেক সহজ। বেসিক রাইটিং প্র্যাকটিস করে এই স্কিল ডেভেলপ করেছি।
এসবই ফেইসবুকের মাধ্যমে শিখেছি। ফেইসবুকে আমরা সিরিয়াসলি পড়াশুনা করছি।
আমাদের কাছে ফেইসবুক সময় নস্ট করার মাধ্যম না। অনেক ব্যস্ততার মধ্যেও আমরা ফেইসবুকে পড়াশুনা করছি। নিজের বেসিক ডেভেলপ করার চেস্টা করছি, দেড় মাসে অনেক পরিবর্তন এসেছে। এভাবে আরো প্র্যাকটিস করতে থাকলে আমরা ১০০ জনের সামনে অনায়াসে কথা বলতে পারবো। যে কোন টপিকের উপরে ৩০০/৪০০ শব্দ ও অনায়াসে লিখতে পারবো। কারন আমাদের মনের জড়তা কেটে গেছে। মনের জানালা খুলে গেছে।
এখানে নিয়মিত থাকাটা সবচেয়ে বড় নিয়ামক। আমরা কেউ মূর্খ নই। কাজেই যেটুকু বেসিক ডেভেলপ করলে নিজের মনের জড়তা কেটে যায় তা আমরা করে ফেলেছি। এখন আরেকটু অ্যাডভন্স লেভেলে চিন্তা করতে হবে। নিয়মিত থাকতেই হবে।