"মেসেঞ্জারে কেউ ব্লক দিলে সেই ব্লক কিভাবে ওপেন করবো"
বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মেসেঞ্জার ব্যবহার করেনা এরকম সংখ্যা খুবই নগণ্য।
বিশেষ করে f-commerce উদ্যোক্তারা মেসেঞ্জার অবশ্যই ব্যবহার করে থাকেন। যাই হোক আজকের এই আলোচনার বিষয় হচ্ছে আমরা নিজেদের মধ্যে সমঝোতা করার জন্য।
প্রায় সময় দেখা যায় কাছের লোক গুলো হঠাৎ রাগ করে ব্লক করে দেয়। তারপর দেখা যায় কে আগে কথা বলবে কে আগে ক্ষমা চাইবে এরকম করতে করতে সম্পর্ক অনেক দূরত্বে চলে যায়। যাইহোক মেসেঞ্জারে ব্লক করে দিলে আপনি নিজে নিজেই আনব্লক করে তাকে মেসেজ দিয়ে চমকে দিতে পারেন।
সর্বোপ্রথম আপনাকে ফেসবুক লাইট নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে আপনার একাউন্ট বা অন্য একটি অ্যাকাউন্ট লগইন করবেন। তারপর সে একাউন্টে গিয়ে যে আপনাকে ব্লক করেছে তার আইডি এবং যে আইডি ব্লক করেছে সেই আইডি নিয়ে একটি মেসেঞ্জার গ্রুপ খুলবেন, যে আপনাকে ব্লক করে দিয়েছেন গ্রুপের নাম তার নাম অনুসারে দিবেন।
তারপর ফেসবুক লাইট থেকে যে একাউন্ট দিয়ে লগইন করেছেন সে আইডি থেকে গ্রুপ লিফট নিবেন।
তারপর চলে আসুন আপনার একাউন্টে যে একাউন্টটি ব্লক করে দিয়েছিল। এবার যে আপনাকে ব্লক করেছে তার মেসেঞ্জারে মেসেজ দিন। মেসেজ দেওয়ার পর দেখবেন আনব্লক হয়ে গেছে।
জুয়েল