জীবনে অপমানিত হয়েছেন তো?
➡️প্রশ্নটা যদি আমাকে করা হয় উত্তর আসবে হয়েছি।একবার দুইবার না বহুবার। যখন অপমান কি এটা বুঝার বয়স ও হয় নি তার আগেই অপমানিত হয়েছি।
নিজের আর্থিক অবস্থা,পড়াশোনা,দেখতে খারাপ এসব শুনতে শুনতে এক সময় এটাই মনে হতো Suicide is the best option in my life.কিন্ত তারপর ও আমি থেমে যাই নি।
এই যে আজ আমি যেখানে আছি মাঝে মাঝে অতীত মনে করে নিজেই অবাক হয়ে যাই।সত্যি আমি আছি তো??এখানে আমি থাকবো যারা আমাকে অপমান করে ২/৪ টা কথা শুনাতো তারা দেখলে কি অবাক হবে??
দিন শেষে বলবো যা আছি যেমন আছি আলহামদুলিল্লাহ।আমি আমার এ ঐতিহ্যআনা কে নিয়েই থাকতে চাই।