ফরিদপুর জেলার, চরভদ্রাসন উপজেলার নাম করণের ইতিহাস জেনে নেই।
পদ্মা ও ভুবনেশ্বর নদী বিধৌত চরভদ্রাসন উপজেলার আয়তন১৪১.৫৯ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৭৫,১০০।১৯১৪ খ্রিস্টাব্দে চরসালেপুর নামক স্থানে চরভদ্রাসন থানা প্রতিষ্ঠা করা হয়।
১৯৮৩ খ্রিস্টাব্দে চরভদ্রাসন থানা উপজেলার মর্যাদায় উন্নীত হয়।
চরভদ্রাসন নামকরণ নিয়ে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে।
আলোচ্য এলাকা ছিল পদ্মা নদীর চর।
চাষাবাদ করে চরকে মনুষ্য বসবাসের উপযোগী করে তোলার জন্য তৎকালীন জমিদার কৃষি পেশা সাথে যুক্ত ভদ্র পদবিধারী কিছু লোককে এখানে নিয়ে আসেন।
তারা খিল চরটাকে প্রচুর শ্রমে চাষাবাদ করে শস্যশ্যামল করে তোলে।ভদ্র সম্প্রদায়ের লোকজন চাষাবাদের মাধ্যমে চরটিকে শস্যশ্যামল করেছিলো বলে চরটির নাম হয় চরভদ্রাসন।
অনেকে মনে করেন,একসময়কার বিখ্যাত ভদ্রা নদরী পলি জমে চরটি জেগে উঠেছিলো। ভদ্রা নদীর চরে ভূখন্ডটি আসন গেড়েছিলো বলে নাম হয় চরভদ্রাসন।