ভালো করা খারাপ করা।
এ পৃথিবী অদ্ভুত একটা জায়গা যার ভালো বা মন্দ দুটোই মানুষের হাতেই থাকে।
এই পৃথিবীর আমার মতো অনেককেই বিরাট প্ল্যাটফর্ম দেয়নি যেখানে আমি নিজের মতো অনায়াসে বিচরণ করতে পারবো। আজকের জায়গাটা এই পৃথিবীর থেকে আমার আদায় করে নিতে হয়েছে একটু একটু করে। আমার মতো অধিকাংশেরই একই অবস্থা।
কিন্তু যাদের পরিবার বা আশেপাশের জগৎ তাকে এই প্ল্যাটফর্ম দেবার জন্য উদগ্রীব ছিলো তারা খুবই অল্পসংখ্যক ছাড়া প্রত্যেকেই যেন তা অস্বীকার করেছে।
এটাই বুঝি পৃথিবীর ধরণ।
তবে অর্জন শব্দটাতে আলাদা একটা শক্তি আছে যা আপনাআপনি পাওয়ার মাঝে নেই।
দশ মিনিট রাইটিং পোষ্ট যখন শুরু করেছিলাম তখন কি লিখব তা আগে থেকেই সময় নিয়ে ভাবতে হতো। আর আজ যখন এই পোষ্টটা লিখছি তখন একবারো ভাবছিনা এর পরের বাক্যটা কি লিখবো। আপনিতেই যেন সব গুছিয়ে চলে আসছে আর আমি টাইপ করছি।
এ সবই স্যারের ধান্দাবাজির ফল।
স্যারের এই পোষ্টের একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে তা হলো কোন কাজকে পারফেক্ট করতে চাইলে যেমন দরকার আগ্রহ তেমনি দরকার নিয়মিত হওয়া। এই দুইটি জিনিসের সম্মিলিত রূপই হচ্ছে সাফল্য।
আমরা যারা লেখাপড়া শেষ করে বসে ছিলাম অথচ এক পৃষ্ঠা প্রস্তুতি ছাড়া টাইপ করতে পারতাম না। অথচ আজ এই দশ মিনিট রাইটিং পোষ্টের ধান্দাবাজিতে পড়ে সেটা আজ কত সহজ।
রাজিব স্যারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তিনি এমনভাবে আমাদের দক্ষ করে তুলছেন যাতে আমরা বুঝতেই না পারি।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু