সৌন্দর্য ধরে রাখতে মানুষ কত রকমের চেষ্টাই না করে; কিন্তু তাই বলে কুকুরের মূত্রপানের মতো ঘটনা বোধহয় এবারই প্রথম শোনা গেল। লিনা নামে এক মার্কিন তরুণী তার সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত নিজের পোষা কুকুরের মূত্রপান শুরু করেছেন।
জানা গেছে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কুকুরের মূত্রই লিনার পথ্য। প্রতিদিনই মূত্রপান করেন লিনা। এতে নাকি তার শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। লিনা জানান, অনেকেই তার সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যান। উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চান; কিন্তু অন্যরা যখন তা জানতে পারেন, তখন নাক সিঁটকানো শুরু করেন।
মার্কিন এই তরুণী আরও জানিয়েছেন, আগে তার ত্বক খুবই খারাপ ছিল। সবসময় তৈলাক্তভাব থাকত; যার কারণে ব্রণের সমস্যায় ভুগতেন। এক বন্ধু তাকে সেই সময় কুকুরের মূত্রপান করার পরামর্শ দিয়েছিলেন। প্রথমে একটু সমস্যা হলেও ধীরে ধীরে তা লিনার অভ্যাসে পরিণত হয়।
লিনার দাবি, কুকুরের মূত্রতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও ক্যালসিয়াম আছে। মূত্রপান করার ফলে তার মুখের ব্রণের সমস্যা পুরোপুরি সমাধান হয়েছে। আর কুকুরের প্রস্রাবে ক্যানসারের মতো মরণব্যাধি প্রতিরোধের ক্ষমতাও আছে বলে বিশ্বাস তার।