৪).যুক্তিবাদী স্টাইলঃ আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোটভাই তোমাকে ভালোবাসে। অতএব,যুক্তিবিদ্যার নিয়মে কি হয়? বাকিটা তুমিই বল...!!
৫). চালাক স্টাইলঃ তুমি কি জানো,আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইনটা কি??
৬). রসিক স্টাইলঃ Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please অনুমতি দাও...!!
৭). হিজড়া স্টাইলঃ এই দুষ্টু মেয়ে।তুমি একি জাদু করলা?তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্থিরতা , তুমি কি জানো?আমি তোমাকে অনেননননননননন….ক
৮). ডিজুস স্টাইলঃ Hi,whats up sweetheart ? , wanna be maalavaa,actually I am in love with u !
৯).ভীতু স্টাইলঃ ইয়ে মানে!!ইয়ে মানে !!!আমি মানে !আমি মানে তোমাকে ,......। ( আর বলা হয় না )
১০). গায়ক স্টাইলঃ গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন… “এত ভেবে কি হবে?ভেবে কি করেছে কে কবে?ভাবছি না আর,যা হবে হবার। এত দিন বলিনি,তুমি জানতো আমি এমনি……ভালবাসি !! ”
১১). দেবদাস স্টাইলঃ কেউ আমাকে ভালবাসে না। এ জীবন আমি রাখব না।তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও।আমায় বিষ দাও। (কান্নায়ভেঙ্গেপড়ুন)
১৩). অনুভূতিহীন স্টাইলঃ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না।যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বল।
১৪).এডমিনের স্টাইলঃ প্রতিটা মানুষ প্রেমে পরে আমিও তোমার প্রেমে পরেছি এইটা কি আমার অপরাধ? আমাকে তোমার ভালবাশা লাগবে না।আমার সাথে প্রেম করা লাগবে না। শুধু মনে রাখবে কেও একজন তোমার অপেক্ষাই থাকবে। যদি মন কাদে তুমি চলে এসো.....!!!